ত্রিপুরা রিহ্যাবিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কর্পোরেশনের চেয়ারপারসন পাতাল কন্যা জমাতিয়া সহ আরো অন্যান্যরা। এদিন দপ্তরের চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন এই টিআরপিসির মধ্য রাজবাসী কিভাবে উপকৃত হচ্ছে , এই টিআরপিসি থেকে কি পাচ্ছে জনগণ তাছাড়া রাবার থেকে কিভাবে উপকৃত হচ্ছে রাজ্যের মানুষ এবং আগামীদিনে এই রাবার নিয়ে উন্নততর কি কি করা যায় এইসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা বলে জানিয়েছেন তিনি। তাছাড়া এদিন তিনি আরো জানান রাজ্যের জনজাতির একসময় একসময় অর্থনৈতিকভাবে অনেক দুর্বল ছিল কিন্তু এই রাবার চাষের পর এরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে , এবং রাজ্যের অর্থনৈতিক বিকাশে এই রাবার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে বলে জানান তিনি।



