Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যউদ্বোধন হল "হাতে-কলমে শিক্ষা কেন্দ্র ত্রিপুরা

উদ্বোধন হল “হাতে-কলমে শিক্ষা কেন্দ্র ত্রিপুরা

অতিমারী করোনার কারণে ছাত্রছাত্রীরা স্বাভাবিক পঠন-পাঠন থেকে বঞ্চিত হয়েছে। যার ফলে বি.এড- ডি.এল.এড, আইটিআই, পলিটেকনিক, প্যারামেডিকেল, নার্সিং সহ সমস্ত বিভাগেই পড়ুয়াদের স্কিল কমেছে। ফলে তারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনলাইন ও অফলাইন ক্লাস ও কোর্সের মাধ্যমে কর্ম উপযোগী সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের স্কিল গড়ে তুলবার লক্ষ্যেই রবিবার সন্ধ্যায় আগরতলার মোটর স্ট্যান্ড রোডে “হাতে-কলমে শিক্ষা কেন্দ্র ত্রিপুরা”-র শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য। “হাতে-কলমে শিক্ষা কেন্দ্র ত্রিপুরা”- কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের যথাযথ ধারণা দেওয়া ও কিভাবে সেখানে ভর্তি হওয়া যায় ও সেই কোর্স করলে কি কর্ম সংস্থান হতে পারে তা নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি এই কেন্দ্রে ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান কেন্দ্র বা টিউটোরিয়াল সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। এখানে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের মাধ্যমে বিভিন্ন কোর্স করা ও ডিজিটাল পদ্ধতিকে ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর করে তোলার উপযোগী হিসাবে গড়ে তোলা সহ নানা অভিনব পদক্ষেপ গ্রহন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জীবনমুখী ও পেশাগত শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের স্বনির্ভরতার লক্ষ্যেই এই সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানালেন “হাতে-কলমে শিক্ষা কেন্দ্র ত্রিপুরা” – এম ডি মলয় পীট। এদিন তিনি আরো জানান, শিক্ষার সার্বিক মানের উন্নয়ন ও বর্তমান প্রজন্মকে দিশা দেবার জন্য সেইসঙ্গে কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য অদূর ভবিষ্যতে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করতে চলেছি।তাছাড়া এদিন ত্রিপুরায় ডিজিটাল ইউনিভার্সিটি গড়ে তোলার প্রস্তাবকে সাধুবাদ ও সবরকমের সাহায্যের আশ্বাস দেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য। তিনি নিজেও থ্রিডি ভার্চুয়াল মাধ্যমের শিক্ষাদান পদ্ধতি উৎসাহের সঙ্গে খতিয়ে দেখেন এবং এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য