Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন

ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন

রবিবার আম্বেদকর ভবনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক রামু দাস সহ আরো অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক সুধন দাস জানান নতুন নতুনভাবে বিরোধীদের উপর আক্রমণ , গণতন্ত্রের উপর আক্রমণ চালাচ্ছে শাসক দল, তাছাড়া নানাভাবে যে সাংবিধানিক অধিকারগুলি ছিল তা কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। সারা দেশে যেমন এক দল স্বৈরশাসন চালানোর চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যেও তার বিপরীত নই। তার পাশাপাশি তিনি আরো বলেন ২০১৮ সালে নানাধরণের প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছিলো বিজেপি আইপিএফটি জোট সরকার বলে , কিন্তু ক্ষমতায় আসার পরেও কোন প্রকার প্রতিশ্রুতি পালন করেনি শাসক দল বলে অভিযোগ আনেন তিনি। তাই এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য