২০২২-২৩ অর্থ বর্ষে রাজ্যে সবচেয়ে বেশি রক্তদান শিবির হয়েছে। এই শিবির গুলিতে মোট 42 হাজার 400 ইউনিট রক্ত দান করা হয়েছে। রবিবার রাজ্য কৃষি বিভাগীয় কর্মচারী কমিটির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে এই সংবাদ জানান কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আগরতলার কৃষিভবনে এই রক্তদান শিবির আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে কৃষি দপ্তরের 127 জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করতে চয়ে নাম নথিভুক্ত করিয়েছেন। অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যেরও উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী রতন লাল নাথ আরো জানান, রাজ্যে পরিস্থিতি ও পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে ।এই অবস্থায় মানুষ বুঝতে শিখেছেন যে কেউ একাকী জীবন যাপন করতে পারবেন না । এর জন্য প্রয়োজন সমাজ । সমাজের জন্য প্রয়োজন সামাজিক কর্মসূচি ।আর সামাজিক কর্মসূচি গুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কর্মসূচি হল রক্তদান। এদিন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানকারীদের অভিনন্দন জানান মন্ত্রী রতন লাল নাথ।



