অন্ধজনে দেহ আলো- পূজা পর্যায়ের এই গানটির রচয়িতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।আর বিশ্বকবির ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এদিন দৃষ্টিহীনরাই স্বেচ্ছায় রক্ত দিয়ে রবি ঠাকুরকে স্মরণ করল। শনিবার, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সদস্যসহ বিশিষ্টজনেরা। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন , দৃষ্টিহীনদের এই ধরনের মহতি উদ্যোগ রাজ্যের রক্তদান আন্দোলনকে আরো গতিময় করে তুলবে।



