প্রয়াত রাজ্যের তরুণ টিসিএস অফিসার কৃশানু দে ! তিনি ২০১০ সালের ব্যাচের টিসিএস অফিসার। বতমানে তিনি সমবায় দফতরে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বহিঃরাজ্য কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন , সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে উনার বয়স ৩৯ বছর। শনিবার উনার মরদেহ প্রথমে কৃষ্ণনগর টি সি এস অ্যাসোসিয়েশনে নিয়ে আসা হয় এখানে উনাকে শেষ শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, এদিন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন এসডিএম অসীম সাহা সংবাদ মাধ্যমকে জানান টিসিএস অফিসার কৃশানু দের মৃত্যুতে এসোসিয়েশনের চরম ক্ষতি হয়েছে এবং উনার প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন তিনি।



