Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে বসলো জাতীয় লোক আদালত

রাজ্যে বসলো জাতীয় লোক আদালত

শনিবার, রাজ্যে আবারও বসেছে জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে। এই লোক আদালতে মোট ৬৬ টি বেঞ্চে ১১,৩৪৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫০৭০ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬২৭৬ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৩৯৩ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২৯২ টি, ভোক্তা আদালত সংক্রান্ত ০৮ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৫৫৭৬ টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) ৯৭ টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪ টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১ মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৮০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১১ টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিস দেওয়া হয়েছে।বলে জানান

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য