কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে কংগ্রেস ।শনিবার দুপুর পর্যন্ত ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস- ১৩৪, বিজেপি-৬৪, জেডিএস-২১ এবং অন্যান্যরা চারটি আসনে এগিয়ে রয়েছে ।কর্ণাটক বিধানসভা নির্বাচনের বিরাট জয়ে খুশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। শনিবার দুপুরে কংগ্রেস ভবনের সামনে বাজি পুড়িয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরোজিৎ সিনহা। এদিন এক প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি জানান , কর্ণাটকের এই জয় দেশের কংগ্রেস কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও এই বিরাট জয় প্রভাব বিস্তার করবে। কর্ণাটকের ভোটারদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং কর্মী সমর্থকদের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।



