শুক্রবার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৩তম জন্মবার্ষিকীতে মানবসেবায় অনন্য দায়িত্বপালনকারী সেবিকাদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে রাজধানী আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার_হাসপাতালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার উপস্থিতিতে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে এই মহতী রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথমে মন্ত্রী আজকের এই রক্তদান শিবিরে যাঁরা রক্তদান করেছেন ও রক্তদান করার জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন তাঁদের সকলকে এই মহতী সেবামূলক মানসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী আধুনিক নার্সিং পরিষেবার জননী ফ্লোরেন্স নাইটিংগেলের ভূমিকা তুলে ধরার পাশাপাশি রক্তদান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান যিনি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই মূল মন্ত্রকে পাথেয় করে সমাজ সংস্কারের কাজে বেরিয়েছেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ স্বামীজীর ধর্ম প্রচারে অন্যতম নমুনা হলো রক্তদান তাছাড়া আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী যেকোনো অনুষ্ঠান দানের মধ্য দিয়ে শুরু করি তেমনি অন্যতম একটি দান হলো রক্তদান। আজকের এই রক্তদান শিবিরে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক তথা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আদরনীয় রতন চক্রবর্তী, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব/অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা,অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ শিরোমণী দেববর্মা
সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



