আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন – 2023 উপলক্ষ্যে রাজধানীর আইজিএম হাসপাতালের ব্র্যাম নার্সিং স্কুল, অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার অনুপ্রেরণায় মেগা রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও ধর্মগুরু শ্রী গৌতম মিশ্র সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি জানান চিকিৎসকরা শুধু চিকিৎসা করেন এবং যার অক্লান্ত সেবা শুশ্রষার মধ্য একজন রোগী সুস্থ হয়ে উঠে এরা আর কেউ এই নার্সরাই। চিকিসৎসা পরিষেবার ক্ষেত্রে নার্সদের অবদান অপরিসীম। তাই আজ নার্সডে তে তাদেরকে যোগ্য সন্মান দেওয়া হচ্ছে এই মহতী রক্তদান উৎসবের মধ্য দিয়ে জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



