Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যকাঠালতলী এলাকায় ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করার দাবিতে সারা ভারত গণতান্ত্রিক...

কাঠালতলী এলাকায় ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করার দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পুলিশ মহা নির্দেশকের নিকট ডেপুটেশন

রাজধানীর আমতলী থানাধীন কাঠালতলী এলাকার গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং বামপন্থী ছাত্র যুব সংগঠন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে সংশ্লিষ্ট সংগঠনগুলি রাজ্যে মহকুমা থেকে শুরু করে রাজ্য ব্যাপি বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে। এদিন রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত থেকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় নেত্রী রমাদাস এই হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, রাজ্যে নারী নির্যাতন বন্ধে বর্তমান মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করে চলছেন। তার মতে মুখ্যমন্ত্রী কে সংশ্লিষ্ট বিষয়ে আরো সক্রিয় হতে হবে। এদিন অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ।পরবর্তী সময়ে নেতৃবৃন্দ জিবি হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীকে দেখে আসেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য শাখার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য