আবারও খবরের শিরোনামে আই জি এম হাসপাতাল। বার বার ভুল চিকিৎসার কারনে ভুগতে হচ্ছে রোগি সহ তাদের পরিজনদের । একাংশ চিকিৎসকের খামখেয়ালীপনার কারনে এমনটা হচ্ছে বলে মনে করছে হাসপাতালে আসা রোগিরা । আজ ও এমনই এক ঘটনা সামনে এলো ।চার মাসের শিশুকে একটি টিকার জায়গায় দেওয়া হল চারটি টীকা। প্রশ্ন কি করে এতটা হেয়ালিপনা করতে পারে সাস্থ্য কর্মীরা??? পাশাপাশি একটি ডোজ খাওয়ানোর জায়গায় শিশুকে খাওয়ানো হয় দুটি ডোজ । এই যদি হয় সাস্থ্য পরিষেবা তাহলে রোগিরা যাবেটা কোথায় প্রশ্ন সচেতন মহলের ???? এই মহান কাজটি করেছেন আইজিএম হাসপাতালের টিকাকরণ সেকশনে থাকা তথাকথিত ডিগ্রি প্রাপ্ত চিকিৎসক মন্দিরা ঘোষ । বলা চলে এই আই জি এম হাসপাতালের বিরোদ্ধে বহুবার চিকিৎসা গাফিলতির অভিযোগ অতিতে উঠেছে। কিন্তু এর বিরোদ্ধে হাস্পাতালের উদ্ধর্তন কর্তৃপক্ষ কোন প্রকার পদক্ষেপ গ্রহন করেন নি । তারই ফল স্বরুপ বুধবারের এই ঘটনা। এক চিকিৎসক এর বদান্যতার কারনে যদি শিশুটির কোন ক্ষতি হয় তাহলে এর দায়ভার কে নেবে ??? প্রস্ন অভিভাবক মহলের । এদিকে পরিবারের লোকজন অভিযোগ করেন তাদের সাথে নাকি দুর্ব্যবহার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া সেই গুনধর চিকিৎসক যে ভুলটি করেছেন তা কোন ভাবেই স্বীকার যাচ্ছেন না বলে জানান এরা। এই ঘটনা নিয়ে আই জি এম হাসপাতাল চত্বরে উত্তেজনা বিরাজ করছে।



