একদিকে সরকার বলছে গাছ লাগান প্রাণ বাঁচান আর অন্যদিকে গাছ কেটে ধ্বংস করে দিচ্ছে কর্তৃপয় কিছু অমানুষ! ঘটনার বিবরণী জানা যায় বলদা খাল এলাকায় আগরতলা পাবলিক স্কুল সংলগ্ন রাস্তার ধারে কিছু গাছ লাগানো ছিল এলাকারই এক ব্যক্তি প্রহ্লাদ মুখার্জী ওনার ছেলে রাহুল মুখার্জি সহ নিমাই দাস মিলে রাস্তার ধারে লাগানো গাছ অবৈধভাবে কেটে ফেলে রেখে দেয়।। এই নিয়ে স্কুলে আসা অভিভাবকরাও দেখে হতবাক হয়ে পড়েন।। এবং এই ঘটনার জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।।



