সোমবার ইন্ডিয়ান একাডেমী অফ পেডিয়াট্রিক ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা এবং থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ উদ্যোগ ওয়াল্ড থ্যালাসেমিয়া ডে উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন থ্যালাসেমিয়া রোগ নিয়ে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। কারণ থ্যালাসেমিয়া একটি রক্ত সম্পর্কিত রোগ। বংশ পরম্পরা ক্রমে এই রোগ ছড়ায়। কিভাবে প্রতিরোধ করা যায় তাঁর উপর সচেতনতা প্রয়োজন। থ্যালাসেমিয়া , হিমোফিলিয়া মত রোগ গুলি সম্পর্কে আগাম পরীক্ষা করে তা নিশ্চিত করা বাধ্যতা মূলক করার পরিকল্পনা নিচ্ছে সরকার। তাছাড়া এদিন তিনি আরো বলেন ভারতবর্ষে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ মানুষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রায় ৫ কোটি থ্যালাসেমিয়ার বাহক রয়েছে। দেশে ১০ থেকে ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। রাজ্যের ৩৮৩ জন রোগী রক্তনেন নিয়মিত। আজকের পড়ুয়া কালকে শিক্ষক হবেন। কিন্তু যারা আগামী দিনের ব্যাটেন হাতে তুলে নিচ্ছেন তাদের দায়িত্ব রয়েছে সেই মোতাবেক তাদের প্রজন্মকে বোঝানোর। তাহলে দূরত্ব থাকবে না।



