রবিবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের উদ্যগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ত্বরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , আমরা অনেক কিছু দান করি চক্ষু , দেহ কিংবা শিক্ষা। কিন্তু এসবের পরেও রক্ত দান হল শ্রেষ্ঠ ও মহৎ দান। কেননা আমরা একই পরিবারে থেকেও আমাদের মা বাবা কিংবা ভাই বোনের সাথে রক্তের গ্রূপ নাও মিলতে পারে কিন্তু এমন কেউ রয়েছে যার রক্তের দ্বারা আপনি উপকৃত হবেন কিংবা আপনার রক্তের দ্বারা সেই ব্যাক্তি , তাছাড়া রক্তদানের ফলে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক তৈরী হয় এবং এই রক্তদানের ফলেই মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরী হয় তাই রক্তদানকেই মহৎ দান হিসাবে গণ্য করা হয় জানান তিনি। তাছাড়া এদিন তিনি আমাদের দেশে কিংবা রাজ্যে যে সকল ব্যাঙ্ক কর্মীরা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের সাধুবাদ জানানোর পাশাপাশি দেশের জিডিপি উন্নয়নে ব্যাঙ্ক কর্মীদের ভূমিকা অপরিসীম বলে জানান তিনি. এদিনের রক্তদান শিবিরে ব্যাঙ্ক কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এদিনের শিবিরে প্রায় ৪০ – ৪৫ জন রক্তদান করেছেন বলে জানা যায়। এদিনের শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



