Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেশার বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা...

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেশার বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান

২০১৮ সালে বিজেপি আই পি এফ টি জোট রাজ্যের ক্ষমতায় আসার পরই সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেয়। শুধু তাই নয় দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আসার পরও খোদ মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা আরও একধাপ এগিয়ে ঘোষনা করেন- ত্রিপুরাকে দেশাযুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কিন্তু শহরতলি থেকে শুরু করে রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র সর্বনাশা যুবতী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ জন ড্রাগস এর কবলে আসছে। স্কুল কলেজে পর্যন্ত ঢুকে গেছে সর্বশেষে নেশার সাম্রাজ্য। যেভাবে গোটা রাজ্যে ড্রাগ আসক্ত দের সংখ্যা বাড়ছে তাতে নিকট ভবিষ্যতে গোটা রাজ্য বিপর্যয়ের মুখোমুখি হবে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে। রাজ্যের আরক্ষা দপ্তরের কর্মীদের হাতে প্রায়ই ড্রাগস্ বিক্রেতা ধরা পড়ছে। পত্রিকার ছবি ছাপিয়ে প্রচারও করা হচ্ছে। কিন্তু বাস্তবে সর্বনাশা ড্রাগস্ অর্থাৎ নেশা কারবারি ও পাচারকারীরা বহাল খুশমেজাজেই রয়ে যাচ্ছে। একাংশ অসাধু রাজনৈতিক নেতা ও মাফিয়া সন্তানদের সহযোগিতায় আজ প্রতিটি পাড়ায় পাড়ার ড্রাগসের এর রমরমা বানিজ্য চলছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করছেনা। প্রশ্ন উঠতে শুরু করেছে, সর্বনাশা ড্রাগস্ রাজ্যে কিভাবে ঢুকছে? রাজ্য সুরক্ষা দপ্তর সেই সমস্ত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কেন ব্যাবস্থা গ্রহন করছেনা? সর্বনাশা ড্রাগসের এর নেশায় লোধ বোধ হারিয়ে ধংসের পথে তলিয়ে যাচ্ছে যুব সমাজ। কিন্তু ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ তা হতে দেবেনা। জরুরি ভিত্তিতে সর্বনাশা ড্রাগস্ এর বানিজ্য বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। সর্বনাশা ছাপ এর অবৈধ বাণিজ্যের সাথে যুক্ত সমস্ত রাজনৈতিক নেতা ও তাদের আশ্রিত মাফিয়া সমাজদ্রোহীদেরও গ্রেপ্তার করা হোক। না হলে আগামী দিনে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ বৃহত্তর মানের আন্দোলনে পা তুলবে। একই সাথে মহিলা সংগ্রাম পরিষদের সদস্যারা নিজেরাই পথে নামতে বাধ্য হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য