বর্তমানে মনিপুরের অবস্থা খুব ভয়াবহ, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন সেখানকার রাজ্য সরকার। তাছাড়া ত্রিপুরার কিছু ছাত্রছাত্রি যারা ওখানে পড়াশুনা করছেন সেদিকটাও ওখানকার রাজ্য সরকার নজরে রাখছেন। তারপর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীও রাজ্যের ছাত্রছাত্রিদের যেন কোনপ্রকার অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য মনিপুর সরকারের সাথে বা টেলিফোনিক বারতালাপ করেছেন। এদিকে, ত্রিপুরার বেশ কিছু ছাত্র-ছাত্রী যারা মনিপুরে রয়েছে, তাদের মা বাবা সন্তানদের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগ নিলেন এবং তবে রাজ্য সরকারের এই ব্যবস্থায় এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক গন। তাই শনিবারে আগরতলা টি আর টি সি টিকিট কাউন্টারে ভিড় ছিল লক্ষণীয়। এদিন সংবাদমাধ্যমের সামনে এরা বলেন যে , তারা সরকারের প্রতি অনেকটায় আশাবাদী রয়েছেন, ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে সমস্ত রকম সাহায্য করছে রাজ্য সরকার, বলে জানালেন অভিভাবক মণ্ডলী।



