শালবাগান বন বিভাগের অন্তর্গত দূর্গাবাড়ি ভদ্রপল্লীর এক বাড়ির রান্না ঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা বিশাল আকৃতির এক বিষাক্ত সাপ উদ্ধার।এই সাপ আতঙ্কে ছিল ভদ্রপল্লীর মানুষ দীর্ঘ দিন ধরে।সাপটি দেখার পর বাড়ির লোক খবর দেয় শালবাগান বন বিভাগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শালবাগান বন বিভাগের কর্মীরা এবং সাপটি উদ্ধার করে নিয়ে যান।এবং পরবর্তী সময় সাপটিকে আনন্দনগর স্থিত সরকারি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে জানান।



