Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যজিবি বাজার এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

জিবি বাজার এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

জিবি বাজার এলাকা জবরদখল মুক্ত করে যানজটের সমস্যা সমাধানে উদ্যোগী হল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার জিবি বাজার এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত ,নিগমের আধিকারিক সহ অন্যান্যরা। জিবি বাজারের মূল সড়কটি ৬০ ফুট প্রশস্ত হলেও সরকারি জায়গা দখল করে রাখার ফলে তা অনেকটাই সংকুচিত হয়ে গেছে ।ফলে সংশ্লিষ্ট এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে শুক্রবার জিবি বাজার এলাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার জানান, সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে। জবর দখল কারীরা স্বেচ্ছায় জায়গা না ছাড়লে পৌর নিগম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য