বুধবার সকালে এয়ারপোর্ট থানাধীন নতুননগর তাঁতিপাড়া এলাকার পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচন ধরা মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা মৃতের পরিচয় গোপন রাখতে তার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে। তবে পুলিশ এখনই এ বিষয়ে কিছু মন্তব্য করতে চাইছে না, তাদের মতে ফরেন্সিক টিমের তদন্তের পর সবকিছু স্পষ্ট হবে।



