Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যশুরু হলো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ

শুরু হলো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ

শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। এদিন রাজধানীর চারটি বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ শুরু হয়েছে। এগুলি হল বানীবিদ্যাপীঠ, বোধজং বালিকা বিদ্যালয়, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ও উমাকান্ত বাংলা মাধ্যম স্কুল। অন্যদিকে দুটি বিদ্যালয়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ। এগুলি হল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় ও বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নের কেন্দ্রটি পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এদিন পর্ষদ সভাপতি জানান উত্তর পত্র মূল্যায়নের কাজে ২৬৫২ জন পরীক্ষককে নিযুক্তি দেওয়া হয়েছে। প্রধান পরীক্ষক হয়েছেন ১১২ জন। মোট ২৭৬২ জন এই খাতা দেখার কাজে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি পর্ষদ সভাপতি উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের যাতে কোন ধরনের সমস্যায় পড়তে না হয় তার জন্য বিদ্যালয়গুলির পানীয় জল, বিদ্যুতিক ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়টিও খতিয়ে দেখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য