Thursday, November 13, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রক্তদান শিবির

ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রক্তদান শিবির

২০২৩ সালের নির্বাচনের সময়ে রাজ্যের সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য রাজ্যের প্রত্যেকটি জনগণের কাছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি সামাজিক সংগঠনগুলো রক্তদানে এগিয়ে এসেছেন। সোমবার ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির পক্ষ থেকে আগরতলার আইজিএম হাসপাতালের নতুন ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির চেয়ারম্যান বিপ্লব কর সহ অন্যান্য নেতৃত্বরা। রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রক্তদান শিবির পরিদর্শন করেন রক্তদাতা সাথে কথা বলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি বলেন রক্তদান মহৎ দান বর্তমানে রাজ্যে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির প্রতিনিয়ত হচ্ছে তাতে করে রক্তের সল্পতা মেটানো সম্ভব হয়েছে। ফুটপাত হকাররা অনেক পরিশ্রমের মধ্য দিয়েও এই ধরনের মহৎ কর্মসূচি হাতে নিয়েছেন তাতে তিনি অসংখ্য ধন্যবাদ জানান। কর্মসূচি পাশাপাশি এই ধরনের রক্তদান শিবিরে উদ্বুদ্ধ হয়ে জনগণ যেন রক্তদানে এগিয়ে আসেন তার আহ্বান ও রাখেন তিনি। এই দিনে রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য