অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আগরতলা সিটি সেন্টার এর সামনে। এটা অত্যন্ত উদ্বেগ জনক ঘটনা যে ৭ জন মহিলা কুস্তিগীর রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি ব্রিজ ভূষণ সিং উত্তরপ্রদেশের এমপি এর বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতিসম্পন্ন মহিলা কুস্তিগীরদের যৌন ও মানসিক হেনস্তার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বছরে আনা সত্ত্বেও কোন প্রতিকার হয়নি অভিযোগকারী গন দিল্লী পুলিশের নিকট অ্যাফেয়ার করতে গেলেও তারা এফআইআর রেজিস্ট্রি করেনি এই জঘন্য অপরাধের প্রতিবাদে এবং ব্রিজ ভূষণ শৃঙ্খের সমস্ত পদ থেকে অপসারণ ও তাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবিতে মহিলা কুস্তিগীরগণ দিল্লির যন্ত্র মন্তরে গত সাত দিন যাবত গণ অবস্থান করছে তাদের এই দাবি ও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে aidso ও aimss,aidy এর সর্বভারতীয় নেতৃত্ব যন্তর মন্তরে গিয়ে ধরনায় বসে এবং সংগঠন গুলি রাজ্যে রাজ্যে প্রতিবাদ সভা মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় এই সভায় বক্তব্য রাখেন এ আই ডি এস ও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। Aimss এর রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক এবং এ আই ডি ওয়াই এর সভাপতি ভবতোষদে। বক্তাগণ এ জঘন্য অপরাধে অভিযুক্ত এমপি এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভোসন সিংকে সমস্ত পদ থেকে অপসারণ করে এবং অতি দ্রুত বিচারের ব্যবস্থা করে কঠোর শাস্তির দাবী জানান সাথে সাথে সকল স্তরের মহিলা খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান।



