Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যজিডিপির ক্ষেত্রে কৃষি এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ভূমিকা পালন করে - মন্ত্রী...

জিডিপির ক্ষেত্রে কৃষি এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ভূমিকা পালন করে – মন্ত্রী সুধাংশু দাস

ত্রিপুরাতেও উদযাপিত হলো বিশ্ব প্রাণী সম্পদ দিবস। এই উপলক্ষে এদিন ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণীর সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, প্রাণী সম্পদ বিকাশ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বি এস মিশ্রা, প্রাণী সম্পদ বিকাশ দফতরের স্পেশাল সেক্রেটারি ডা কে শশী কুমার, ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের সভাপতি ডা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ভারতের জিডিপির ক্ষেত্রে কৃষি এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ভূমিকা পালন করে। তাই এই দপ্তরে কর্মরত সকল স্তরের কর্মচারীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, পরিকল্পনা নিতে হবে কি ভাবে এই দপ্তরকে আরো বেশি করে মানুষের কাজে লাগানো যায়। রাজ্যের বেশিরভাগ এলাকা পাহাড়ি, এরপরও কিভাবে স্বয়ংপূর্ণ করা যায়। ডিম এবং মাংসের চাহিদা পূরণের জন্য ত্রিপুরা রাজ্য এখনো বহির্ভাগ্যের উপর নির্ভরশীল। এই পরনির্বশীলতা কাটিয়ে রাজ্য যাতে সম্পন্ন হতে পারে এই দিকে উদ্যোগ নেওয়ার আহ্বান রাখেন তিনি। রাজ্য স্বয়ংসম্পূর্ণ হলে একদিকে যেমন অর্থ অন্য রাজ্যে যাবে না, তেমনি বেকারদের কর্মসংস্থান হবে। সম্প্রতি তিনি দেশের জাতীয় রাজধানী দিল্লিতে গিয়ে ভারত সরকারের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে তিনি দাবি জানিয়েছেন ত্রিপুরায় একটি প্রাণিসম্পদ বিশ্ব বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে ছিল। এর প্রেক্ষিতে খুব দ্রুত রাজ্যের একটি প্রাণিসম্পদ বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে বলেও জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য