Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যমহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো কার্গো কমপ্লেক্সের

মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো কার্গো কমপ্লেক্সের

আমাদের ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধনে এবং ভবিষ্যতে অত্যাধুনিক বিমান চলাচল ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরনীয় শ্রী নরেন্দ্র মোদি জী’র পরিকল্পনার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে আগরতলার এমবিবি বিমানবন্দর। আজ এই বিমানবন্দরে নতুন কার্গো কমপ্লেক্সের উদ্বোধন করেন মাননীয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান বিগত কয়েক মাস ধরে এই পরিষেবা ছিল সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং বাণিজ্যিক পরিষেবা কে স্থিতিশীল রাখতে আজ এই কার্গো কমপ্লেক্সের উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন । তাছাড়া এদিন তিনি আরো জানান এখন থেকে এখানে সুসংহত মডেল কার্গো পরিবহন পরিষেবার সুবিধা পাওয়া যাবে। আমাদের রাজ্যে উৎপাদিত স্থানীয় পণ্য জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে এই বিমান বন্দরের কার্গো পরিবহন পরিষেবার মাধ্যমে পরিবহণ করা যাবে। পণ্যসামগ্রীর নির্বিঘ্ন পরিবহণের মধ্য দিয়ে আমাদের রাজ্যের অর্থনৈতিক বিকাশে এই কার্গো পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলা চলে এই পরিষেবার কারণে সুবিধা হবে স্থানীয় ব্যবসায়ীদের। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী,এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাশ চন্দ্র মীণা, আগরতলার এমবিবি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার সাথে সম্পৃক্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এর উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন কার্গো পণ্য পরিবহণ পরিষেবার সাথে সম্পৃক্ত অন্যান্য আধিকারিকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য