নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের একবার ডেপুটেশন প্রদান করে এসটিজিটি ২০২২ এর জনজাতি ছাত্র-ছাত্রীরা। এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল অবিলম্বে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষার্থীরা। এদিন তারা টি আর বি টি-র চেয়ারম্যান এর কাছে জানতে চান কবে তাদের ফলাফল ঘোষণা করা হবে। চাকরি প্রার্থীরা জানিয়েছে এর আগেও বেশ কয়েকবার তারা পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এব্যাপারে মামলা হওয়ায় ফলাফল ঘোষণার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তারা জানায় বর্তমানে সে সমস্যা মিটে গেছে। অবিলম্বে ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে।