বুধবার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় , এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। এদিন তিনি জানান ২ দিনব্যাপী ট্রাইবেল আর্টিসান মেলা আয়োজিত হয়েছিল পশ্চিম জেলায় উপজাতি কল্যাণ দপ্তর,বনদপ্তর, টিআরএলএম, ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন এর সহযোগিতায়। এই মেলায় এই জেলার ১৬৫ জন বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছিল। এই মেলার মূল লক্ষ্য হল ট্রাইবেল আর্টিসান যারা রয়েছেন তাদের সামগ্রী কিভাবে আরো উন্নততর করা যায় এবং তাদের বানানো সামগ্রী বাজারজাত করতে কিংবা বিভিন্ন বিষয়ে এরা অসুবিধার সম্মুখীন হন সে বিষয়ে ট্রাইফেড মূলত কাজ করে বলে জানান তিনি।