আগরতলা শহরের সৌন্দর্যায়নে চারমাসের জন্য ভোট অন একাউন্টের মাধ্যমে ১৪২ কোটি দশ লক্ষ টাকার বাজেট পেশ করলেন মেয়ার দীপক মজুমদার। আজ পুর কমিশনার শৈলেশ যাদব এবং ডেপুটি মেয়র মনিকা দাস সহ মেয়র পারিষদ দের সঙ্গে নিয়ে মেয়র দীপক মজুমদার আগরতলা পুরনিগম এলাকার নিকাশি ব্যবস্থার, রাস্তা ঘাট, ড্রেইন, আলোক সজ্জা সহ বিভিন্ন উন্নয়মূলক কাজের জন্য ভোট অন একাউন্টের মাধ্যমে এই বাজেটের ঘোষনা দেন। যেহেতু রাজা সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেনি তাই ৪ মাসের জন্য ১৪২কোটি ১০ লক্ষ টাকার বাজেট পেশ করলেন মেয়র। পুরনিগম ও পূর্ণাঙ্গ বাজেট পেশ করেনি। রাজ্য সরকার ভোট অন একাউন্টের মাধ্যমে বাজেট পেশ করেছিল কয়েকমাসের জন্য। রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পরই আগরতলা পুরনিগম পূর্ণাঙ্গ পেশ করবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আজকের বাজেট পেশ করার সময় অন্যান্যদের মধ্যে ছিলেন মেয়র ইন কাউন্সিল তুষার কাস্তিভট্টাচার্য এবং হিমানী দেববর্মা সহ অন্যান্যরা। শহরবাসীকে স্বচ্ছ পরিষেবা দিতেই এই উদ্যোগ জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।