সোমবার আগরতলার উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে সাত দিনব্যাপী এনএসএস ইউনিটের সূচনা করা হয়, চাড়া গাছে জল দিয়ে এন এস এস ইউনিট এর সূচনা করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া ও উপস্তিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান রা। এই দিন এনএসএস ইউনিটের সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন এনএসএস ইউনিটের মধ্য দিয়ে সমাজের সেবামূলক কাজগুলোকে প্রতিনিয়ত প্রাধান্য দিয়ে করে থাকেন তার মধ্যে বৃক্ষ রোপন বস্ত্র দান খাদ্যে বিতরণ রক্তদানের মতন মহৎ কাজ করে থাকেন, বিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ মহা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী যাবো এনএসএস এর সাথে যুক্ত হয়ে তারা সেবামূলক কাজ করে যাচ্ছেন এই ধরনের কর্মসূচি সমাজের জন্য শুভদায়ক বলে জানান তিনি।