হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত জন্মগত রোগ, যা বংশানুক্রমে ছেলেদের হয়ে থাকে। স্বাভাবিকভাবে শরীরের কোনো জায়গায় আঘাত পেলে বা সামান্য কেটে গেলে ওই স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, যা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না অথবা বিলম্বিত হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে জীবনের মারাত্মক ঝুঁকি থাকে। সোমবার ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক এবং হিমোফিলিয়া সোসাইটির উদ্যোগে আগরতলা আই জি এম হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা জিবি হাসপাতালের সুপারেনটেন্ড ডঃ সঞ্জীব দেববর্মা সহ হেমোফিলিয়া সোসাইটির কর্মকর্তারা।