রক্তদান মহৎ দান এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজে জনগণের সেবা করাই মহৎ কাজ। বর্তমান সময়ে রক্তের সল্পতা থাকার কারণে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছিল। রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন রক্তদানে এগিয়ে আসছেন তাতে করে রক্তের স্বল্পতা কিছুটা হল কম হবে। রবিবার আগরতলার জিবি হাসপাতাল ব্লাড ব্যাংকে পিনাফের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে অফিসে ছিলেন আগরতলা রামকৃষ্ণ ও মিশনের সচিব, আগরতলা জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডঃ সঞ্জীব দেববর্মা,পিনাফের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জোলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন সম্মানীয় অতিথিরা। এই দিনের রক্তদান শিবিরে মোট ৭৩ জন্য রক্তদাতা রক্তদান করেন।