প্রচন্ড গরমের দাবদাহে হাসফাস অবস্থা রাজ্যের আপামর জনসাধারণের। আর এই মুহূর্তে প্রতিবারের মতোই রাজ্যবাসীর পাশে দাঁড়ালো প্রদেশ বিজেপি যুব মোর্চা। বলা বাহুল্য করোনা পরিস্থিতিতেও রাজবাসীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি এই যুব মোর্চা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো। বৃহস্পতিবার রাজধানীর মথ চৌমুহনী এলাকায় এই গরমের মধ্যে পথ চলতি শ্রমিক মেহনতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়ানোর ব্যবস্থা নিয়েছে প্রদেশ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ, আগরতলা পুর নিগমের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহাসহ অন্যান্যরা।