যতদিন তাপপ্রবাহ চলতে থাকে, ততদিন দুপুরে কাজে বেরোনোর থেকে বিরত থাকতে হবে।প্রতিদিন ৩/৪ লিটার জল পান করতে হবে সরবত ( তেঁতুল/লেবু ইত্যাদি) পান করতে হবে।বোতলজাত ঠান্ডা পানীয় থেকে দূরে থাকতে হবে ।কনকনে ঠান্ডাজল ফ্রিজের জল পান করা থেকেও দূরে থাকতে হবে। বাইরে থেকে তপ্ত হয়ে এসে দুম করে স্নান/ হাত- পান ধুতে যাবে না। তাপমাত্রার তারতম্যের কারণে স্ট্রোক অব্দি হতে পারে। সাবধানতা অবলম্বন করতেই হবে।বুধবার রাজ্যেরবিশিষ্ট ডক্টর কনক চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন পাশাপাশি তিনি আরো করোনা ভাইরাস নিয়ে জনগণ সচেতন থাকা দরকার রাজ্যে করোনাভাইরাস সেই রকম প্রভাব পড়নি বলে জানান তিনি।