সামনেই মুসলিম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদ। আর এই উৎসবে নানা রকম খাওয়া দাওয়ার মধ্যে অন্যতম প্রধান উপকরণ হচ্ছে সেওয়াই দিয়ে প্রস্তুত করা নানা সুস্বাদু খাবার। তাই ঈদে সেওয়াই এর চাহিদা থাকে প্রচুর। আর এই চাহিদা পুরণ করতে সেওয়াই প্রস্তুতকারি কারখানা গুলিতে ঈদের দুই তিন মাস আগে থেকেই জোরকদমে সেওয়াই উৎপাদন চলতে থাকে রাতদিন। রাজ্যের এমনই এক সেওয়াই প্রস্তুতকারি কারখানায় এখন রাতদিন এক করে কাজ করছে কর্মীরা। এবছর সেওয়াই এর চাহিদাও অনেকটাই বেশি নলে জানালেন কারখানার এক কর্মী।