মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে বিধায়ক সুশান্ত দেবকে সংবর্ধনা দেওয়া হয় বি এস ইউ মেধা অন্বেষা পক্ষ থেকে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধা অন্বেষার মনোজ দেব।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে মনোজ রায় বলেন সারা রাজ্যে দুস্ত ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য রাজ্যের আটটি জেলায় জাতে ভালো করে কাজ করার সুবিধা জন্য সদর ও সিপাহী জলার জন্য কমিটি গঠন করা হয় এই কমিটিতে বিধায়ক সুশান্ত দেব ও থাকছেন বলে জানান।