রক্তদানের মতো মহৎ দান আর কিছুই নেই। সমাজের বিভিন্ন দানের মধ্যে রক্তদান সবার উর্দ্ধে। মঙ্গলবার আগরতলাস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর এসোসিয়েশনের পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু, অল এিপুরা গভর্নমেন্ট ডক্টর এসোসিয়েশন এর অন্যান্যরা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। একজন ব্যক্তির রক্তদানের মাধ্যমে অন্ততপক্ষে ৩-৪ জন মানুষ উপক’ত হতে পারেন। মানব শরীরের বিভিন্ন কোষে ভিটামিন, অ’জেন ইত্যাদি সরবরাহে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। মুখ্যমন্ত্রী বলেন, গত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের ১২টি সরকারি ও ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছিল। নির্বাচনের পর রক্তের এই সংকট দূর করার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি সংস্থা সহ সমাজের প্রত্যেককেই স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হয়েছিল। রাজ্য সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশন রক্তদান কর্মসূচি গ্রহণ করায় মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানান।