রবিবার আগরতলা সিটি সেন্টারে বেকার যুবকরা সরকারের উদ্দেশ্যে চাকরির দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের অভিযোগ দীর্ঘ আড়াই বছর অতিক্রান্ত হতে চলেছে। কিন্তু সরকার এখন পর্যন্ত জেআরবিটি -র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। বহু আন্দোলনের পর সরকার লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করলেও মৌখিক পরীক্ষার দিনক্ষণ গত ১৭ এবং ১৮ জানুয়ারি দিনক্ষণ নির্ধারিত করেছিল। কিন্তু পরবর্তী সময় সেই দিনক্ষণ বিধানসভার নির্বাচনের জন্য স্থগিত করা হয়। তারপর দ্বিতীয়বারের মতো সরকারের প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরকে। তাদের বক্তব্য বহু যুবক-যুবতী চাকুরি না পেয়ে বয়সত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সরকার সিরিয়াস মনোভাব নিয়ে যাতে আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করে। কেননা বেকার যুবক যুবতীদের যোগ্যতার নিরিখে অধিকার চাইছে, ভিক্ষা নয়। এমনটাই বললেন বেকার যুবকরা।