Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যসন্ত্রাসবাদীর দৌরাত্ম বন্ধ করে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিল বামফ্রন্ট - মানিক সরকার

সন্ত্রাসবাদীর দৌরাত্ম বন্ধ করে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিল বামফ্রন্ট – মানিক সরকার

সোমবার সারা রাজ্যে অব্যাহত থাকা সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর রাজধানীর মেলারমাঠস্থিত সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া আক্রমণের ঘটনা তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন, এতে মুখ্যমন্ত্রীকে আরও কিছুদিন সময় যে দেওয়া হবে সেটা জানিয়ে দেন মানিক বাবু। তিনি বলেন রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারক লিপি প্রদানের পর আরও বহু ঘটনা ঘটেছে। নীতি আয়োগের রিপোর্টে দশটি পাহাড়ি রাজ্যের মধ্যে ত্রিপুরার অষ্টম স্থান পেয়েছে নিয়ে মন্তব্য করতে গিয়ে মানিক সরকার বলেন সন্ত্রাসবাদীদের দৌরাত্বে বামফ্রন্ট সরকারের উন্নয়নের কাজ ব্যহত হয়েছিল ঠিকই। কিন্তু , সেই সন্ত্রাসবাদীদের কার্যকলাপকে প্রায় বন্ধ করে দিয়ে ব্যাপক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে বামফ্রন্ট।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য