সারা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করলেন সিপিএম নেতৃত্ব। সোমবার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর , সিপিএম রাজ্য নেতৃত্ব মানিক দে, পবিত্র কর, প্রাক্তন, সুধন দাস। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ-এর পর সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে। বিরোধীদের পক্ষ থেকে তোলা অভিযোগ শাসক দলের পক্ষ থেকে বারে বারে অস্বীকার করা হয়েছে। কিন্তু রাজ্য জুড়ে সন্ত্রাস হচ্ছে না তা অস্বীকার করার নয়। কারন কিছু কিছু ঘটনা ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে। স্বাভাবিক ভাবেই এই সকল ঘটনা রুখতে সরকারের পাশাপাশি শাসক দলকেও উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন।