Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যশুরু হতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৩ তম সম্মেলন

শুরু হতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৩ তম সম্মেলন

শনিবার থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৩ তম সম্মেলন। শুক্রবার আই এম এ হাউসে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তাছাড়া এদিন বিকেলে মুক্তধারা অডিটোরিয়ামে প্রতিনিধি সম্মেলনের সূচনা করবেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। এই সম্মেলনে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় সহ চিকিৎসকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান এসোসিয়েশনের সভাপতি ডক্টর দামোদর চ্যাটার্জী। তাছাড়া এদিন তিনি আক্ষেপের সুরে বলেন,রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা। অনেক সময় রোগী মারা যাবার পর পরিবার পরিজনরা যেভাবে চিকিৎসকদের উপর আক্রমণ নামিয়ে আনছে, তাতে করে আতঙ্কগ্রস্থ চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করে এদিন তিনি জানান,দুই দিনের এই সম্মেলনে রাজ্যের চিকিৎসকদের পাশাপাশি বহির রাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য