সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , ও পুর নিগমের কর্পোরেটরগণ সহ স্বাস্থ্য দপ্তরের অধিকারিকগণ। এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন ম্যালেরিয়া, ডেঙ্গু সহ অন্যান্য যেসব মরণব্যাধি রোগ রয়েছে তা থেকে নগরবাসীকে কিভাবে পরিত্রান দেওয়া যায় সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়েছে এবং কিশোরী মা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কিভাবে মানুষকে সচেতন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি।