Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যবাৎসরিক শনি আরাধনায় হকার্স কর্নার রোড ব্যবসায়ী সমিতি

বাৎসরিক শনি আরাধনায় হকার্স কর্নার রোড ব্যবসায়ী সমিতি

মধ্যযুগীয় গ্রন্থ মতে শনি হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন। কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয়। শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান। তিনি মহাদেব হতে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি। শনি দেবের প্রতি নিজেদের মঙ্গল কামনায় এবং ব্যবসায় অগ্রগতি চেয়ে রাজধানী আগরতলার হকার্স কর্নার রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক শনি পূজার আয়োজন করা হয়। এদিনের পূজায় সমিতির সদস্যরা নিজেদের সাধ্যমত শনি ঠাকুরের উদ্দেশ্যে নানা সামগ্রী অর্পন করেন। এদিন ব্যবসায়ী সমিতির সদস্যরা নিজেদের ব্যবসার অগ্রগতির পাশাপাশি দৈনন্দিন জীবনে যেন কোন প্রকার অশুভ শক্তির সন্মুখীন যেন না হতে হয় তার কামনা করেন। এদিনের পূজাকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য