জানা যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিয়ে 2019 সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি অবমাননাকর মন্তব্য করেছিলেন। পরে রাহুল গান্ধীর এই মন্তব্যেকে কেন্দ্র করে গুজরাটের সুরাটের এক আদালতে এক বিজেপি নেতা মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুরাট আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদন্ডের ঘোষণা দেয়। এমনকি শুক্রবার লোকসভার সদস্য হিসেবে রাহুল গান্ধীর সদস্য পদও খারিজ করে দেন অধ্যক্ষ এবং আগামী ছয় বছরের জন্য তিনি নির্বাচনেও দাঁড়াতে পারবেন না। এই রায়ে উল্লসিত প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে শুক্রবার দলের নির্বাচনী কার্যালয়ের সামনে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়।