শুক্রবার থেকে শুরু হল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশ অধিবেশন। এদিন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস সভার সূচনা করেন। প্রথমেই ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করার ঘোষনা দেন প্রোটেম স্পিকার। কিন্তু শুরুতেই বিরোধী তিপ্রামথা দলের সদস্যরা তাদের বসার আসন সঠিক হয়নি অভিযোগ এনে সভা থেকে ওয়াকআউট করেন। এরপর নির্ধারিত সূচী অনুসারে সদস্যরা ভোটদেন। ভোট প্রক্রিয়া শেষে প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস সভাকে জানান সভায় বৈধ ভোটার ৫৯জন। এর মধ্যে ভোট দান প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৪৬জন। এর মধ্যে ৩২টি ভোট পেয়েছেন বিজেপির স্পিকার প্রত্যাশী বিশ্ববন্ধু সেন এবং ১৪টি ভোট পেয়েছেন বিরোধী প্রার্থী গোপাল রায়। তাই বিশ্ববন্ধু সেনকে স্পিকার হিসেবে অন্যান্য সদস্যরা আসলে বসিয়ে দেন।



