ঘটনার বিবরণের জানাজায় গত ১৩ই মার্চ কমলা সাগর বিধানসভার আমতলী থানাধিন মতিনগর সীমান্তবর্তী এলাকার ৫৫ বছর বয়সি দুলাল মিয়া একই এলাকার সাত বছরের নাবালিকা শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে ওই নাবালিকা শিশু কন্যাটির সাথে কুকর্ম করার জন্য গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে নাবালিকা শিশু কন্যাটিকে ধর্ষণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে দুলাল মিয়া। সেখান থেকে নাবালিকা শিশু কন্যাটি কোনরকম ভাবে পালিয়ে হেসে এলাকার ঐ অন্য এক ব্যক্তির সাহায্য নেয় পরে সেই ব্যক্তির সহযোগিতায় নাবালিকা শিশু কন্যাটি বাড়িতে ফিরে এসেই দুলাল মিয়ার কুকর্মের সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে তার মাকে জানায়। পরে এই ঘটনার পরদিন অর্থাৎ 14 ই মার্চ নাবালিকা শিশু কন্যাটির মা আমতলী থানায় ঘটনার সাথে যুক্ত দুলাল মিয়ার বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন। আমতলী থানার পুলিশ অভিযোগ পত্র পেয়ে ঘটনার তদন্তে নামে। যদিও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করতে পারেনি। যারা গেছে ঘটনার পরেই দুলাল মিয়া বাংলাদেশের পালিয়ে জায়। গতকাল বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং পত্রিকায় সেই বর্বরোচিত ঘটনার খবর প্রকাশিত হয়। সেই সংবাদ পেয়েই রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন নড়েচড়ে বসে এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী মতিনগর স্থিত ওই নাবালিকা মেয়েটির বাড়িতে ঘটনার তদন্তের জন্য ছুটে যান। সেখানে গিয়ে নাবালিকা শিশুটি সহ তার পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলেন এবং শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে যা যা করণীয় তার সবটাই করবে কমিশন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এই ঘটনাটি একটি অত্যন্ত নেককারজনক ঘটনা, বর্তমানের এই শিক্ষিত সমাজে দাঁড়িয়ে এই ঘটনাটি কোনভাবেই মেনে নেওয়া যায় না তাই তিনি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন পুলিশ যেন খুব শীঘ্রই অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করে আইন অনুসারে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।