পুর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিশ্ববন্ধু সেন। বিধানসভার অধ্যক্ষ হিসেবে আজ দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিরোধীদের হয়ে গোপাল রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্যদিকে শাসকদলের পক্ষে বিশ্ববন্ধু সেন তিনটি মনোনয়নপত্র জমা দেন। মোট দুজন প্রার্থী অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দিতা করছেন জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার সচিব বিপি কর্মকার। কংগ্রেসের হয়ে সিপিআইএম এবং তিপ্রা মথার সমর্থনে বিধানসভার অধ্যক্ষের জন্য মনোনয়ন জমা দিলেন গোপাল রায়। কংগ্রেস ও সিপিআইএমের পক্ষে জিতেন্দ্র চৌধুরী এবং বিরজিৎ সিনহা উপস্থিত থাকলেও আশ্চর্যজনকভাবে তিপ্রা মথার কেউ উপস্থিত ছিলেন না। আশ্চর্যজনকভাবে গোপালের মনোনয়নপত্র পেশে উধাও মথার বিধায়করা !