বুধবার সিআইটিইউ সদর কার্যালয়ে সিআইটিইউ এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এবং সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে সিপিআই-এম-এর ট্রেড ইউনিয়ন শাখা সিটু ভোটের পরে আক্রমণ করা পরিবারগুলির ক্ষতিপূরণ দাবি করেছে।কেননা নির্বাচনের ফলাফলের পর বিপুল সংখ্যক পরিবারে হামলা চালানো হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় এবং সম্পত্তি ভাংচুর করা হয়।তাই সিটু এই ক্ষতির মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।তাছাড়া সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য রাখতে গিয়ে বলেন “সরকারের দায়িত্ব জনগণকে রক্ষা করা। যেহেতু সরকার তা করতে ব্যর্থ হয়েছে, তাই ক্ষতিপূরণ দিতে হবে”,বলে।