বুধবার ভোররাতে মোহনপুর গোপালনগর এলাকার রবীন্দ্র পল্লীর এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে নেশা সামগ্রী সহ প্রচুর পরিমাণে নগদ অর্থ।গ্রেপ্তার হয় বাড়ির মালিক অমৃত পাল।মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী নাথের নেতৃত্বে হয় অভিযানটি ছিলেন সিধাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত মালাকার এবং বিশাল পুলিশ টিম।মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী নাথ জানান বাজেয়াপ্ত হওয়া নেশা সামগ্রীগুলোর মধ্যে রয়েছে ত্রিশ কেজি শুকনো গাঁজা,আটশো ইয়াবা টেবলেট এবং অল্প পরিমাণে ফেন্সিডিলের বোতল।বাজেয়াপ্ত হওয়া নগদ অর্থের পরিমাণ ছাপ্পান্ন লক্ষ।অভিযানের সময় বাড়িটি থেকে একটি ওমনি মারুতি ভ্যান গাড়ী নিয়ে আসা হয় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।শক্ত হাতে আগামীদিনেও এরকম ধরনের অভিযান সংঘটিত করা হবে বলে জানানো হয় পুলিশের তরফে।