Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

মুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে বিগত বেশ কিছুদিন ধরেই রক্তের সংকট দেখা দেওয়ার ফলে অনেকটা দুর্ভোগে পড়ছেন মুমূর্ষ রোগী ও তার আত্মীয় পরিজন। রক্তের অভাবে সঠিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে এবং ব্লাড ব্যাংক গুলির রক্তের স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ও প্রত্যেক নাগরিকের কাছে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে এবার এগিয়ে এল বিজেপি যুব মোর্চা সদর শহর জেলা নেতৃত্ব। মুখ্যমন্ত্রী আহবানে সাড়া দিয়ে সংগঠন মঙ্গলবার আগরতলায় প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে আয়োজন করে এক মেগা রক্তদান শিবিরের।এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদানের চেয়ে বড় কোন দান হতে পারে না, তাই মুমূর্ষ রোগীদের রক্তদানে সকল অংশের মানুষের এগিয়ে আসা উচিত। এদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবদল বনিক, আয়োজক সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ আরও অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য