Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যবটতলা এলাকায় এক রাতে নয়টি দোকানে চুরি

বটতলা এলাকায় এক রাতে নয়টি দোকানে চুরি

পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিরাতেই হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখল চোরের দল। ঘটনা রাজধানী আগরতলার বটতলা ফাড়ি সংলগ্ন ব্যস্ততম সড়কে। জনবহুল ব্যবসায়ী এলাকা বটতলার রাজপথের পাশেই রয়েছে প্রচুর সংখ্যক ফলের দোকান। ভ্যান এর মাধ্যমে একাংশ ফল ব্যবসায়ী প্রতিনিয়ত তাদের পেশাগত কাজ চালিয়ে আসছিলেন।রাতে পুলিশি টহলদারি থাকায় সারাদিন ব্যবসার শেষে ভ্যানের মধ্যেই ফল রেখে গুছিয়ে বাড়ি ফেরেন ব্যবসায়ীরা। আর সেই ভ্যানেই এবার থাবা বসালো চোর চক্র। মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকানে এসে প্রত্যক্ষ করেন পরপর নয়টি ভ্যানে চুরি সংঘটিত করল চোরের দল। ফাড়ির নাকের ডগায় চুরির ঘটনা অসম্ভব বলে মনে হলেও সেটাই বাস্তব। পুলিশের চোখের সামনে এবং রাতভর টহলদারির মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যবসায়ীদের অভিযোগ ভ্যান থেকে ফল চুরির ঘটনা নতুন কিছু নয়। এরপরেও এতদিন পুলিশের প্রতি আস্থা ছিল। কিন্তু একসাথে নয়টি দোকানে চুরির ঘটনার পর পুলিশের প্রতি যেন সেই আস্থা হারিয়ে ফেলেছে। তাই এখন নিজেদের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য